ময়মনসিংহ মেডিকেলের কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এর মাঝে করোনা পজিটিভ হয়ে একজন এবং অন্যজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (৬ ফেব্রæয়ারি) হাসপাতালে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ এবং উপসর্গ নিয়ে গাজীপুরের অপর রোগীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৮। আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন চার জন।
এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫২টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ৩৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৮৬ জন, এরমধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৬৯৫ জন ।