গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছ। এদিন করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের একজন ও টাঙ্গাইলের একজন। একজন পুরুষ ও একজন মহিলা।
এ নিয়ে চলতি নভেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছিল। করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলো- ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুর রশিদ (৬৫) ও টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার হাসনা বেগম (৬০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩৯ জন রোগী ভর্তি আছেন। আইসিউতে চিকিৎসাধীন কোন রোগি নেই। এছাড়াও ৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০১ টি নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দশমিক শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৯২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৮৫ জন।
আয়েশা আক্তার/অননিউজ24