ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দীন খান মুন। এছাড়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের শরীরে।
মহিউদ্দীন খান মুন জানান, করোনা পজেটিভ হয়ে হাসপাতালের করোনা ইউনিটে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নেত্রকোনা জেলার মোহাম্মদ খান (৭২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন পাঁচজন। বর্তমানে করোনা ইউনিটে আইসিইউতে একজনসহ মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালের এন্টিজেন টেস্টে ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, গত কয়েকদিনে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ৩৩ জন, মুক্তাগাছার ৬ জন ও নান্দাইলের ৪ জন বাসিন্দা আছেন। বাকিরা জেলার অন্যান্য উপজেলার।