মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সুস্থতা কামনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজন দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ২টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্যানেল মেয়র মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র সামীমা আক্তার, বিভিন্ন ওর্য়াড কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারিতে হোচট খেয়ে পড়ে গিয়ে পায়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন মেয়র টিটু। তার বাম পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণাঙ্গ বিশ্রামে রয়েছেন।