যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে শহীদ বৃদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সাকির্ট হাউজ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ও বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সসম্রাট।
পরে একে একে বীর মুক্তযোদ্ধা,বিভিন্ন সরকারী—বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা—কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পুস্পস্তবক অর্পণ করেন। অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সাকির্ট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণি করে জেলা পরিষদের সামনে বধ্যভুমিতে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com