যশোরের শার্শায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান কবির নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার লক্ষণপুর গ্রামে। শিশুটি ওই গ্রামের এবং ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারি কেমিস্ট্রি পদে কর্মরত ইয়াসিন কবিরের ছোট ছেলে।
শিশুটির পিতা ইয়াসিন কবির জানান, দুপুরে তার শিশু দু’ছেলে এবং ভাগ্নেকে বাড়ির পাশে পুকুরে নিজ হাতে গোসল করান। পরে শিশুদের বাড়িতে এনে তাদের জামা কাপড় পরিধান করিয়ে বাড়িতে রেখে তিনি নামাজ আদায় করার জন্য গ্রামের মসজিদে যান। নামাজ পড়া শেষে ফিরে ছেলেকে না দেখে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে আমরা সবাই শোকাহত। বিকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন কার্য সম্পন্ন করা হয়।
ফরহাদ/অননিউজ