রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। এ ছাড়া আহত ব্যক্তির নাম সোহেল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর আহত সোহেলের চিকিৎসা চলছে।
যাত্রাবাড়ী থানার এসআই সালমান রহমান গণমাধ্যমকে জানান, রায়েরবাগ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেওয়ায় হতাহতের ঘটনা ঘটে।