যান চলাচল স্বাভাবিক রাখতে এমপি বাহারের নির্দেশে মহাসড়কে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মহড়া
নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের ২য় দিন বুধবার কুমিল্লায় নগরীর জনজীবন ছিল স্বাভাবিক । মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি’র নির্দেশে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মহড়া অব্যাহত রেখেছে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার সরজমিনে ঘুরে দেখা যায়, বুধবার সকাল সোয় ৬ টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ঝাগুরঝুলি, আলেখাচর , সৈয়দপুর, কোটবাড়ি নন্দনপুর ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।
বুধবার অবরোধের ২য় দিনে মহাসড়কের কুমিল্লায় অবরোধকারীদের হদিস মিলে নি। পদুয়ার বাজার বিশ্বরোড ও আলেখারচর বিশ্বরোডে গাড়ীর যাত্রী উঠানো, নামানোর সময় গাড়ী চালক ও হেলপারদের সাথে কথা বলে জানা যায়, পুলিশ-বিজিবি ও প্রশাসনের পাশাপাশি মহাসড়কে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি তাদের সাহস জুগিয়েছে। সড়কে নিরাপদে গাড়ী চালিয়ে আসতে পারায় তারা আওয়ামীলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান। গাড়ী চালক ও হেলপাররা আরও বলেন আওয়ামীলীগ নেতাকর্মীদের মহাসড়কে দেখে আমাদের (গাড়ী চালক) সাহস বেড়ে গেছে এজন্য নির্ভয়ে অবোরোধ চলাকালীন সময়ে গাড়ী চালাতে পারছি।
এদিকে কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্পট পরিদর্শন করেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র নেতারা। এসময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, কোষাধক্ষ্য আলী মনছুর ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হাবিবুর সায়েরিন সায়ের, উপ প্রচার ও প্রকাশনা সম্পদাক এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর শ্রমিকলীগের আহবায়ক আনিছুর রহমান ভূইয়া, যুগ্ম আহনা হাসান মাহমুদ চৌধুরী সুমন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মাস্টার, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক উম্মে সালমা লীজা, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, আদর্শ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর ছাত্র লীগের যুগ্ম আহবায়ক নাইমুল হক হিমেল, নূর মোহাম্মদ সোহেল সহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহাসড়কে অবস্থান নেন।
এদিকে মহাসড়কের সৈয়দপুরে কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেকান্দর আলী, সাধারণ সম্পাদক মো. ইউনুস, কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সিআই, আলেখাচর বিশ্বরোডে দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মামুনুর রশীদ, ঝাগুরঝুলিতে দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আমিনুল হক সহ সদর উপজেলার ৬ ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্পটে অবস্থান নেন।
এফআর/অননিউজ