জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আখতার বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা৷
এ সময় জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়াকে এজেন্সির খেলা হিসেবে আখ্যায়িত করেছেন আখতার হোসেন। তিনি বলেন, আইনের ফাঁক-ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে। আখতার হোসেন অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে।
সূত্রঃ ittefaq
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com