যারা টাকা দিয়ে নৌকার মনোনয়ন দেয়ার নামে দালালি করছে, তাদের পরিহার করুন

সাইফুল ইসলাম সুমন, কচুয়া (চাঁদপুর)।।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুঃসময়ে যারা তৃনমূল আওয়ামীলীগের হাল ধরেছে তদের মূল্যায়ন করা হবে। যারা তৃণমূলের নেতাকর্মীদের সাথে সু-সম্পর্ক রেখেছে, সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে তাদেরকে প্রাধান্য দেয়া হবে। যারা টাকা দিয়ে নৌকার মনোনয়ন দেয়ার নামে দালালি করছে, তাদের পরিহার করে প্রান্তিক পর্যায়ের জনগনের পাশে দাড়ান। জননেত্রী শেখ হাসিনা সৎ, নিষ্ঠাবান, যোগ্য, ত্যাগী ও জনবান্ধব লোককে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন। তাই আপনারা নৌকা মার্কার জয় সুনিশ্চিত করার জন্য কাজ করে যাবেন। গতকাল মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজে অনুষ্ঠিত কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফান্সের মাধ্যমে এসব কথা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আবুল হাসানাত ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাট, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু।

বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফচ্ছেল হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কামাল হোসেন প্রমুখ।

পরে আসন্ন ইউপি নির্বাচনে কাদলা ইউনিয়ন পরিষদে ১২ জন প্রার্থী নৌকা প্রতীকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য নিজের নাম ঘোষনা দিয়েছেন। যারা নাম ঘোষনা দিয়েছেন- রফিকুল ইসলাম লালু, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজালাল প্রধান জালাল, মো. মোফাচ্ছেল হোসেন খান, মো. আব্দুল হাই, নুরে-ই আলম রিহাত, মুজিবুল হক, সালাউদ্দিন ভূঁইয়া, জহিরুল ইসলাম প্রধান, সফিকুল ইসলাম, মুক্তার হোসেন খান ও রোকেয়া বেগম। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ