বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামীলীগ, অনেকে বলে তাদেরও রাজনীতি করার অধিকার আছে, অবশ্যই আছে। শুধু রাজনীতি করার অধিকার তাদেরই আছে যারা রাজনীতি করে। যারা সন্ত্রাস করে, হত্যা করে, লুটপাট করে, দেশ বিক্রি করে দেয়, মানুষের সম্পদ খেয়ে ফেলে তারা কি রাজনীতিবিদ?। এমন রাজনীতি করার অধিকার বাংলাদেশ আর কারো থাকবে না। আর যারা রাজনীতি করবেন প্রত্যেকেরই স্বাধীনতা আছে।
আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে সীরাতুন্নবী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় প্রধান আলোচক ছিলেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার।
উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, কুমিল্লা দক্ষিন জেলা আমীর এডভোকেট শাহজাহান।