কলাম্বিয়ার জনপ্রিয় পপতারকা শাকিরা। কিছুদিন আগেই ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। এর মধ্যেই আবার প্রেমে পড়েছেন এই পপতারকা। গুঞ্জন উঠেছে হাঁটুর বয়সী এক তরুণের সঙ্গে প্রেম করছেন তিনি।
জানা গেছে, ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা একজুরডিয়ার প্রেমে পড়েছেন ৪৫ বছরের শাকিরা। সম্প্রতি তাদের কিছু ঘনিষ্ঠ ছবি ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়।
ছবিগুলোতে তাদেরকে একসঙ্গে সার্ফিং করতে দেখা গেছে। আর সেখান থেকেই প্রেমের গুঞ্জনের শুরু। যদিও এ বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল ফুটবলার জেরার্ড পিকে এবং শাকিরা। কিন্তু হঠাৎই ১২ বছরের সম্পর্কে ইতি টানেন এই তারকা জুটি। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।
খবর : স্প্যানিশ গণমাধ্যম মার্কা