স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের তুকসন থেকে ৫০ মাইল উত্তরপশ্চিমের একটি মরুভূমি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
অঙ্গরাজ্যটির এলয় পুলিশ বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ আরও জানায়, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তারা এজন্য জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করছেন।
সূত্র : বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম
এফআর/অননিউজ