যুক্তরাষ্ট্রের কেনটাকিতে প্রশিক্ষণ চলার সময় দেশটির সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সামরিক বাহিনীর স্থানীয় ইউনিট নিশ্চিত করেছে। খবর বিবিসির।
স্থানীয় সংবাদমাধ্যমেরপ্রতিবেদনে বলা হয়, যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেনটাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন। গত বছরের জুলাইয়ে ৫০ লাখ ডলার খরচ করে ওই হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, একটি হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফোর্ট ক্যাম্পবেলের একজন মুখপাত্র বলেন, দুটি এইচএইচ৬০ ব্ল্যাকহক হেলিকপ্টার ‘একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে’ বিধ্বস্ত হয়েছে। ‘ক্রু সদস্যদের অবস্থা এখনো জানা যায়নি।’
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com