যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী নারী গভর্নর হচ্ছেন মউরা হিলি

অনলাইন ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত মার্কিন কংগ্রেসের নির্বাচনী ফলাফলে ডেমোক্র্যাটরা সিনেটের আসনে এগিয়ে এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভে এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা। কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নদের জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। তন্মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো সমকামী নারী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন।

৫১ বছর বয়সী মউরা হিলি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর হতে যাচ্ছেন। হিলি রিপাবলিকান প্রার্থী জিওফ দিয়েলকে পরাজিত করেছেন এবারের নির্বাচনে। তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক।

চার্লি বেকার পুনরায় নির্বাচন না করার সিদ্ধান্তে হিলির জয়ের ফলে রিপাবলিকান নেতৃত্বের আট বছরের অবসান ঘটলো সেখানে। ১৯৯১ সাল থেকে হিলি দ্বিতীয় ডেমোক্র্যাট গভর্নর হবেন সেখানকার।

তিনি ছাড়াও আরও একজন সমকামী প্রার্থী, টিনা কোতেক ওরেগনের গভর্নর পদে লড়ছেন।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হলো এবার। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও লড়ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীরা।

সূত্র: বিবিসি

আরো দেখুনঃ