মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২৩ মার্চ শনিবার নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে ওই আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিল উপজেলাবাসীর মিলনমেলায় পরিনত হয়। প্রবাস জীবনে নিজ এলাকার মানুষজন একত্রিত হতে পেরে অনেকেই উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেন। আমেরিকার নবান্ন পার্টি হল যেন এক টুকরো ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিনত হয়।
ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অনুষ্ঠান আহবায়ক মো: রোবেল হোসেন, মো: জাকির হোসেন, সদস্য সচিব মো: সাইফুল আলম, মেজবাউল ইসলাম শাওন, প্রধান পৃষ্ঠপোষক কাজী মো: আসাদ উল্লাহ, আবুল খায়ের আখন্দ, সমন্বয়ক ইঞ্জিনিয়ার এম এ কাদের ও মোহাম্মদ কাউছার প্রমুখ।
ইফতার মাহফিলে উপজেলার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসময় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহেরের পক্ষ থেকে উপস্থিত উপজেলাবাসীকে পবিত্র মাহে রজমানের শুভেচ্ছা জানানো হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচারনা করেন কসবা আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী।
এফআর/অননিউজ