যুক্তরাষ্ট্র সরকার চীনের সাথে সামরিক সম্পর্ক আবারো শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
মার্কিন গণমাধ্যম সিবিএস-কে দেয়া সাক্ষাৎকারে সুলিভান আরো জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের সাইডলাইনে, গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি হবেন বাইডেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল-হামাস যুদ্ধ, তাইওয়ান পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ-সহ অনেক বিষয়ই উঠে আসবে আগামী বুধবার দুই শীর্ষ নেতার বৈঠকে। চলতি বছরের শুরুতে স্পাই বেলুন নিয়ে দুই দেশের সম্পর্কে ফাটল ধরে।
আরএইচ/অননিউজ