ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগকর্মী আসাদ হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যুবলীগকর্মী আসাদ হত্যার ঘটনায় জেলা পরিষদের সদস্য ও মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনিকে এক নম্বর আাসামি করা হয়েছে। অথচ হত্যাকান্ডের সময় তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন।
তাই এই হত্যাকান্ডে সঠিক তদন্ত করে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবীর পাশাপাশি নিরীহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানির বন্ধের দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবু বক্কর সিদ্দিক এবং মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ আগষ্ট রাতে মুক্তাগাছার যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অঅবস্থায় তার মৃত্যু হয়।
এফআর/অননিউজ