কুমিল্লার তিতাসে যুব মহিলা লীগ যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় আজ বুধবার মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জগতপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও মালয়েশিয়া শাখা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপনের বাতাকান্দিস্থ অফিসে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম শিশির। তিনি তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ নেতা রাশেদ ফরায়েজী, হোসনেয়ারা মেম্বার, ডলি মেম্বার, শিউলি আক্তার ও সুমি আক্তার প্রমূখ।
পরিশেষে সকল ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে তবারক বিতরণের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।
এফআর/অননিউজ