বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া প্রদা। বেশ পুরোনো একটি মামলায় তাকে ছয় মাসের জেল হেফাজত ও পাঁচ হাজার রুপি জরিমানার সাজা শোনাল চেন্নাইয়ের একটি আদালত। শুধু জয়া নন, এই মামলায় জয়ার দুই ব্যবসায়ীক সহযোগী রাম কুমার ও রাজা বাবুকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করেছেন আদালত।
ভারতীয় একাধিক গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া প্রদা। তার সহযোগী ছিলেন রাম ও রাজা। কিন্তু একটানা লোকসান হওয়ায় ওই হলটি তারা বন্ধ করতে বাধ্য হন। ঠিক এই ঘটনার পরেই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার অর্থ জমা দেওয়া হয়নি। তার জেরেই ব্যাপক বিতর্কের মুখে পড়েন তিনি।
প্রসঙ্গত, সরকারিভাবে লিখিত জয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম ও রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ওঠে। সেই মামলাতেই এবার সাজা ঘোষণা হলো জয়ার বিরুদ্ধে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com