যোগদানের প্রথম দিনে ভিক্টোরিয়ার ৭ জন কর্মচারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজ পরিবার।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কলেজে অফিস সহায়ক পদে যোগদান করেন তারা। নতুন সরকারি কর্মীদের ফুল দিয়ে বরণ করে কর্মচারী কল্যাণ পরিষদ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে, গতবছরের ১৪নভেম্বরের সুপারিশকৃত অফিস সহায়ক পদে ভিক্টোরিয়া কলেজে ১৫জনকে পদায়ন করা হয়।
অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
কলেজের প্রধান সহকারী মোহাম্মদ মাজহারুল আলম জানান, দীর্ঘ অপেক্ষার পর আমরা সরকারি ভাবে অফিস সহায়ক পদে লোকবল পেয়েছি। নতুদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদের সদস্য হিসাবে গ্রহণ করেছি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, অফিস সহায়ক পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ কলেজে ১৫জনকে পদায়ন করা হয়। তাদের মধ্যে সাতজন যোগদান করেছে। আশাকরি, তারা দক্ষতার সাথে নিজনিজ দায়িত্ব পালন করবে।
এফআর/অননিউজ