পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, মহোদয়ের দিক নির্দেশনায় আজ (বুধবার) আমিনপুর থানায় একটি চৌকস টিম আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো: আনিছুর রহমান এর নেতৃত্বে এসআই (নি:) মাহমুদুর রহমান, এএসআই (নি:) মো: জাহাঙ্গীর আলম, এএসআই (নি:) রকিব আলী সহ যৌতুকের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে সিরাজগঞ্জ জেলার নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেফতার করে।
জানা যায় আমিনপুর থানা রাজনারায়নপুর গ্রামের শুকুর আলী শেখের কন্যা জাহানারা বেগম তার স্বামী মোঃ রেজাউল করিম (৫০) পিতা- মৃত শুকুর আলী শেখ, রাজনারায়ণপুর , থানা- আমিনপুর। তার বিরুদ্ধে ২০২৬ সালে সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানায় সিআর - ৫১/১৬ মামলা করেন এবং মামলায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সাজা ও ১০০০০/- টাকা জরিমানা করেন। পলাতক সাজা প্রাপ্ত আসামী দির্ঘ ৫ বছর পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামী মো: রেজাউল করিম গ্রেফতার এড়ানোর জন্য সিরাজগঞ্জ জেলার নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছদ্মবেশে সিকিউরিটির কাজ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেন সুজানগর ও বেড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।