দীর্ঘ ১৫ বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’নামের একটি ধারাবাহিক নাটক। এবার এই ধারাবাহিককে ঘিরেই বিতর্কের ঝড়। নাটকটির প্রযোজক অসিত মোদীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন একই নাটকের অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল।
জেনিফারের অভিযোগের ভিত্তিতে অসিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় এফআইআর দায়ের হয়েছে। শুধু অসিতই নন, ধারাবাহিকের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ধারাবাহিকে মিসেস রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করা জেনিফার। ধারাবাহিকের অপারেশন হেড সোহেল রামানি ও এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।
নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অসিত। প্রযোজকের দাবি, জেনিফার তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে সোহেল এবং যতীন একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, জেনিফার সেটে সকলের সঙ্গে খারাপ আচরণ করতেন। সেটের অনেক জিনিসও নাকি তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরপরেই নাকি অভিনেত্রীকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই কারণেই নাকি তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন অভিনেত্রী। এরই মধ্যে তারা জেনিফারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এফআর/অননিউজ