রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের আগেও পরে পাঁচদিন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ২৫ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত রংপুর সিটি করপোরেশন এলাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র প্রদর্শন এবং চলাচল নিষিদ্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এ আদেশ জারি করেছে। যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আওতায় আসবেন।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com