রংপুর মহানগরীতে একটি মোটরসাইকেল ও আটটি চোরাই সাইকেল উদ্ধারসহ একজন চোরকে গ্রেফতার করেছেন মেট্রোপিলটন পুলিশ কোতয়ালী থানা পুলিশ। রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, বড় পানসিয়া সরদারপাড়া এলাকার সাইফুল ইসলাম শনিবার তিনি কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ রংপুর মহানগরীতে অভিযান পরিচালনা করে রংপুর সদর হাসপাতাল সুইপার কলোনী থেকে এক চোরকে গ্রেফতার করেছেন।
গ্রেফতার হলেন, আমাশু কুকরুল বুড়ি মন্দির এলাকার আলী আহম্মেদের ছেলে শুভ আহম্মেদ (২৫)কে গ্রেফতার করে। পরবর্তীতে শুভকে চুরির বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে অভিযোগের চুরি যাওয়ার মোটরসাইকেলসহ আরো ৮টি বাই সাইকেল উদ্ধার করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাইফুল ইসলাম তার ভাড়া বাসার গ্যারেজে তার বাইক রেখে ভাড়া বাসার ২য় তলায় বাসায় প্রবেশ করেন। এরপর রাত অনুমান আটটার সময় তিনি জরুরী কাজে বাহিরে যাওয়ার জন্য গ্যারেজে এসে দেখেন যে তার মোটরসাইকেলটি যথা স্থানে নাই। এর পরে কোতয়ালী থানায় এসে অভিযোগ করেন।