চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচের আগে শেষবারের মতো লা লিগায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর জোড়া গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
রোববার (৩১ মার্চ) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেতিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস।
ম্যাচ জুড়ে বল দখল-লড়াইয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম আক্রমণে রদ্রিগোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন দীর্ঘদিন গোল খরায় থাকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। প্রথমার্ধে তার একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তি দল।
বিরতি থেকে ফিরেও দাপট ধরে রাখে মাদ্রিদ। ম্যাচের ৭৩তম মিনিটে আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ডি-বক্সের ভেতরে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। আর এই গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আনচেলত্তির দল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা। তালিকার তিনে থাকা জিরোনা ৩০ ম্যাচে অর্জন করেছে ৬৫ পয়েন্ট।
এফআর/অননিউজ