নিজস্ব প্রতিবেদক
১৬২ তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে মাসব্যাপী রবীন্দ্রমুখী উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় ভারতের আগরতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে ব্লাডমাউথ ক্লাবের সাংস্কৃতিক শাখা বি.এম.সি. কালচারাল একাডেমী।
আগরতলা মুক্তধারা মিলনায়তনে ত্রিপুরার জনপ্রিয় ব্লাডমাউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী রবীন্দ্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বিশেষ অতিথি ছিলেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলন ২০২৩ এর আহবায়ক কাজী মাহতাব সুমন। ব্লাডমাউথ ক্লাবের সেক্রেটারি ও বাংলা সংস্কৃতি বলয়ের প্রতিষ্ঠাতা সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্যের আমন্ত্রণে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. অনিমা রায়।
এসকেডি/অননিউজ