ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি আফগানিস্তানের স্পিনার রশিদ খানের। তারকা এই স্পিনারের অভাবটা ভালোভাবেই টের পেয়েছে সফরকারীরা। রেকর্ড ৫৪৬ রানে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। দুই ইনিংসেই আফগান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন টাইগার ব্যাটাররা।
ঢাকা টেস্ট শুরুর আগে রশিদ খান দলে না থাকায় কোন প্রভাব পড়বে না মন্তব্য করেছিলেন আফগানিস্তানের দলপতি হাসমতউল্লাহ শাহীদি। তারকা এই বোলারকে ছাড়াই বাংলাদেশকে হারানোর হুংকার দিয়েছিলেন আফগান অধিনায়ক। কিন্তু ম্যাচ শেষে ভোল বদলে ফেললেন তিনি। হুট করেই রশিদকে ‘মিস’ করতে শুরু করেছেন আফগান দলপতি।
শাহীদি বলেন, ‘অবশ্যই আমরা ওকে মিস করেছি। সে আমাদের সুপারস্টার বোলার। এর আগে ও নিজেই ১১ উইকেট নিয়েছিল, যে ম্যাচে আমরা জিতেছিলাম।’
তবে এখনই হতাশ হচ্ছেন না আফগান দলপতি। রশিদকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ, টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করে দেখাতে চান তিনি।
শাহীদি বলেন, ‘এখনও ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সামনে বড় দুটি টুর্নামেন্ট আছে আমাদের, এশিয়া কাপ ও বিশ্বকাপ। ওর পিঠে সামান্য ব্যথা এখনও আছে। আমরা ওকে এই সিরিজে বিশ্রাম দিয়েছি ওয়ানডে সিরিজে যেন পেতে পারি।’
সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের দেখায় ২২৪ রানে জিতেছিল আফগানিস্তান। সেই ম্যাচে একাই ১১ উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দিয়েছিলেন রশিদ খান।
এফআর/অননিউজ