বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের জোনাল ও শাখা ব্যবস্থাপকগণের সাথে মতবিনিময় ও পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম। প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন ও রংপুর বিভাগের মহাব্যবস্থাপক বাবর আলীসহ প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপির প্রকল্প পরিচালক, রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এফআর/অননিউজ