রাঙ্গামাটিতে বাসের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গরমিলা চাকমা (৪৫) ও পিন্টু চাকমা (২২)। এদের মধ্যে পিন্টু অটোরিকশার চালক আর গরমিলা যাত্রী।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের নেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে। তবে আহত কারও নামপরিচয় এখনও জানা যায়নি।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ