আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি। বাবা-মা হয়েছেন তারা। সন্তানকে ঘিরে তাদের ঘর এখন ভালোবাসায় টইটম্বুর। ব্রাজিল সমর্থক স্বামী শরিফুল রাজকে দেওয়া কথা রাখতেই হলুদ জার্সি গায়ে জড়িয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ব্রাজিলের জার্সি গায়ে ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে রাজও ছিলেন। ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘বলেছিলাম আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্য সাতদিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। এই যে ডে ওয়ান! রাজ ভালো থাইক্কো।’
গত ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলেরই ম্যাচ ছিল। এর মধ্যে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে বিদায় নেয় নেইমারের দল, আর নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ব্রাজিলের পরাজয়ে রাজের মনে বিষণ্ণতা ভর করে। কারণ তিনি ছোটবেলা থেকেই এই হলুদ জার্সির ভক্ত। স্বামীর মন খারাপ মেনে নিতে পারলেন না পরী। ঘোষণা দিয়ে ছিলেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্য সাতদিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিস।’
পরীর কথা-কাজে মিল পেয়ে তার অনুরাগীরাও দারুণ খুশি। এখন কি তবে আর্জেন্টিনার জার্সি পরে পরীর সঙ্গে তাল মেলাবেন ব্রাজিল ভক্ত রাজ? এমন প্রশ্নও আসে মন্তব্যের ঘরে। জবাবে পরী একটি ছবি দেন, যেখানে রাজকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাচ্ছে। নায়িকা জানান, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে গিয়েছিল। সেদিনই স্ত্রীকে সান্ত্বনা দিতে এই কাণ্ড করেছিলেন রাজ।