রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার একাধিক এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১৪টি ককটেল জব্দ করা হয়েছে।
আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা চলছে। যেসব স্থানে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
ঢাকাবাসীকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করলে পুলিশকে তথ্য দেবেন। নগরবাসীর সহায়তা পুলিশের কাজকে অনেক সহজ করে তুলবে।’
৫ আগস্টের পর পুলিশের যে সংকট ছিল এখন তা নেই বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখনো প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।
সূত্রঃINDEPENDENT
আই/অননিউজ২৪।।