রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বেশিরভাগ রুটে গণপরিবহন বন্ধ হয়ে গেছে।এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা।
শনিবার সকালে রাজধানীর বাসাবো, খিলগাঁও, কাকরাইল, ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী ও গুলিস্তান এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এসব এলাকায় দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।তারা বলছেন ঢাকায় অঘোষিত বাস ধর্মঘট চলছে।
রাজধানীর বাসাবো এলাকায় বাসের জন্য অপেক্ষা করতে থাকা মাসুদ আলম নামে এক বেসরকারি কর্মকর্তা জানান, প্রায় ৩০ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি।আমি ফার্মগেট যাব। এখন বাধ্য হয়ে ১৫০ টাকা দিয়ে উবারের মোটরসাইকেলে যাব।
অনেককে আবার বাড়তি টাকা দিয়ে রিক্সায় চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
কারওয়ানবাজারে বাসের জন্য অপেক্ষায় থাকা বেশ কয়েকজন যাত্রী জানান, যে কোন রাজনৈতিক দলের কর্মসূচি মানেই আমাদের ভোগান্তি।সরকারদল সভা সমাবেশ করলেও গণপরিবহন বন্ধ থাকে বিরোধীদল করলেও বন্ধ থাকে। এখন অতিরিক্ত টাকা দিয়েই আমাদের গন্তব্যে যেতে হচ্ছে।
তাদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া নিচ্ছেন মোটরসাইকেল, রিক্সা ও সিএনজিচালিত অটোরিকশাগুলো।