রাজধানীর মোহাম্মদপুরে সিএনজির ধাক্কায় অজ্ঞাতনামা মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকালে মোহাম্মদপুরের শাহজালাল হাউজিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান পথচারী মনির হোসেন। তিনি বলেন, দ্রুতগতির একটি সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমরা এখনও তার পরিচয় জানতে পারিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবহিত করেছি।
এফআর/অননিউজ