মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তরায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর উদ্দ্যেগে সম্মাননার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা কল্যাণ সমিতির সেক্টর ৪ এর সভাপতি মেজর (অব:) আনিসুর রহমান। এসময় উত্তরা কল্যাণ সমিতির সেক্টর- ৪ এর নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তরার সেক্টর-৪ এ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পায়রা অবমুক্তকরণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো, কুচকাওয়াজ প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান।
অনুষ্ঠানে ৪নং সেক্টরে বসবাসকারী সদস্য, ২১ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন স্মৃতিচারণ বক্তব্য রাখেন।