ঢাকার লালবাগ এলাকার ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুনটি মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে (কারখানা, গোডাউন ও আবাসিক) লেগেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ আমাদের নয়টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এফআর/অননিউজ