বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত বছেলন , সারা দেশের নদীগুলো দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয়। নদী রক্ষা এখন জাতীয় নিরাপত্তার অংশ হওয়া উচিত। নদী বাঁচলে কৃষি বাঁচবে, প্র কৃতি বাঁচবে, দেশ বাঁচবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঐতিহাসিক তেঁতুলতলায় পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ‘‘নদী রক্ষায় নাগরিক সমাবেশ’’ ২০তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ.কে.এম. ফজলে নূর বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সভাপতি যাদব চন্দ্র রায়, রংপুর জেলার মো. নাসির উদ্দিন রাসেল, ঠাকুরগাঁও জেলার সভাপতি ফারজানা আক্তার পাখি, নীলফামারী জেলার সভাপতি মো. আব্দুর রউফ,পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উত্তরাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাওয়ায় কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা হুমকির মুখে। অবিলম্বে নদী পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটে পড়বে। পঞ্চগড়ের নদীগুলো রক্ষা করতে হলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নদী দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ এবং সচেতনতা বাড়ানো - এই তিনটিই আমাদের মূল লক্ষ্য। সমাবেশে নদী রক্ষায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, কঠোর মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। শেষাংশে নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে সকলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের তেঁতুলিয়া শাখার সভাপতি মো.জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আহনাফ সিটিআই এর পরিচালক সাংবাদিক এম এ বাসেত ও পরিবেশ পদকপ্রাপ্ত মামুনুল ইসলাম প্রমুখ।