খাগড়াছড়ি প্রতিনিধি।।
বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫আগস্ট) সকালে শাপলা চত্বর মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন আয়োজন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন), খাগড়াছড়ি জেলা শাখা। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক মানববন্ধনে সভাপতিত্ব করেন সুশানের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির উপদেষ্টা মধূ মঙ্গল চাকমা। সভায় বক্তারা বলেন, রাজনৈতিক নামে হাঙ্গা-দাঙ্গা করে জনগনের জান-মালের ক্ষতি হয়েছে। এটি খুবই উদ্বেজনক সাথে বলতে হয়, গত কিছুদিন আগেও দেশব্যাপী রাজনীতির সহিংসতার কারণে সাধারণ মানুষের ওপর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজনৈতিক নামে সহিংসতা না করে সংলাপের মাধ্যমে সমঝোতা করার আহবান জানান।
বক্তারা আরো বলেন, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। সংলাপ ও সমাঝোতার মাধ্যমে আগামীর জাতীয় নির্বাচন যাতে সুস্থভাবে মোকাবেলা করার অনুরোধ করেন। এসময় সাংবাদিক তমাল দাশ এর সঞ্চালনায় বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবলু দেব, সুশানের জন্য নাগরিক কমিটি (সুজন)’র জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নির্মল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আজিম উল হক, নারী অধিকার নেত্রী নমিতা চাকমা প্রমুখ।
এসকেডি/অননিউজ