এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে নওগাঁ জেলা কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর অলকার মোড়স্থ একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় গ্রীন বাংলাদেশ ডেভলোপার এর চেয়ারম্যান শওকত আকবরের সভাপতিত্বে বক্তব্য দেন- রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ফিরোজ, নেসকো এর নির্বাহী প্রকৌশলী আওলাদ হোসেন, মাড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল, গ্রামীণ ব্যাংকের ডিজিএম লুৎফুর রহমান, সাবেক সেনা সদস্য সোহরাব হোসেন, মান্দার কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, মান্দা সরকারি কলেজের প্রভাষক একরামুল হক, কেশরহাট মহিলা কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক ও প্রভাষক আব্দুল ওয়াহাবসহ আরো অনেকে।