রাজশাহীতে শাকিবকে দেখতে হাজারো মানুষের ঢল

অনলাইন ডেস্ক।।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমার নাম ‘তাণ্ডব’। আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। ইতোমধ্যে এ সিনেমায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী।

শাকিবকে নিয়ে রায়হান রাফীর দ্বিতীয় সিনেমা এটি। এর আগে ‘তুফান’ ছবিতে অসামান্য সাফল্য পেয়েছেন নায়ক-পরিচালক জুটি। এদিকে তাণ্ডব ছবিটির বাকি শুটিং করতে দেশের উত্তরাঞ্চলে রয়েছেন শাকিব খান। রাজশাহীর পুঠিয়ায় ছবিটির শুটিং চলছে।

শাকিব খান পুঠিয়ায় শুটিং করতে আসছেন শুনে সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হন। গতকাল সোমবার শুধু শাকিবকে দেখতে রাজশাহীর পুঠিয়া ছাড়াও, বাঘা, নাটোর থেকে অনেক মানুষ ছুটে আসেন।

উপস্থিত ভক্তদের চাপে শাকিব খানকে পুলিশি প্রহরায় সেখানে চলাচল করতে হচ্ছিল। কেননা চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত জনতাকে কোনোভাবেই সামাল দিতে পারছিলেন না।

শাকিব খানকে দেখতে আসা বাঘার মনিগ্রাম ইউনিয়নের শহীদুল বলেন, আমরা শাকিব খানের সিনেমা দেখি, কিন্তু বাস্তবে তাকে দেখি নাই। পুঠিয়ায় আসছে শুনে আমরা কয়েক বন্ধু বাঘা থেকে আসছি। নায়ককে কাছে থেকে দেখছি, অনেক ভালো লাগছে।

নাটোর সদর থেকে আসা কলেজ ছাত্র আমিনুল শাকিব খানকে দেখে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, শাকিব খান পুঠিয়া শুটিং করতে আসছেন শুনেছি। আর তখনই আমি একাই পুঠিয়ায় চলে আসি। আজ শাকিব খানকে দেখলাম।

রাজশাহীর বিভিন্ন অঞ্চলে শুটিং চলছে। রায়হান রাফীর আসন্ন সিনেমায় পুঠিয়া রাজবাড়ীকে দেখা যাবে এক অন্যরূপে। আর পুঠিয়া রাজবাড়ীও তাণ্ডবে দারুণ নিদর্শন রাখবে বলেও মনে করেন স্থানীয়রা।

সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ