বাগমারা প্রতিনিধি।।
বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় সার্বজনীন দূর্গা মন্দিরে অনুষ্ঠিত শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীর সহকারী পুলিশ সুপার রেজাউল কবির খান।
রোববার রাত ৮ টার দিকে তিনি প্রশাসনের লোকজন নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করেন এবং রাত ১০ টা পর্যন্ত মন্দির চত্বরে পরিবেশিত নৃত্তানুষ্ঠান উপভোগ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, ইন্সপেক্টর খাইরুল ইসলাম, গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিজন সরকার, এএসআই জিল্লুর রহমান, ডিএসবি মাসুদ রানা ও কনস্টেবল হারুন অর রশিদ প্রমুখ।
এদিকে এর আগে বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ডিএম জিয়াউর রহমান জিয়া দলীয় নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে শালজোড় পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেছেন। এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার সৈয়দ আলী, বিএনপি নেতা সামসুদ্দিন, মজিবুর রহমান, সামসুল হক, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রাজু আহম্মেদ, মাষ্টার রফিকুল ইসলাম সাজু ও মশিউর রহমানসহ আউচপড়া, গোবিন্দপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের শতাধিক নেতা-কর্মি।
এফআর/অননিউজ