রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত

আবু বাককার সুজন (বাগমারা) রাজশাহী

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর মাংগো রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে শনিবার আয়োজিত এ সমাবেশে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্তরের প্রায় সহস্রাধিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহবায়ক মোঃ জিয়াউদ্দিন আকবর।
প্রথমেই পায়রা ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত শেষে মুক্তিযুদ্ধে ও ২৪ গণঅভ্যুত্থানে শহিদ, মাইলস্টোন দূর্ঘটনায় নিহত এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মৃত্যুবরণকারী কর্মকর্তা/কর্মচারির স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়।
আহবায়কসহ অনান্য নেতৃবৃন্দ উত্তরআঞ্চলের প্রাণের প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে এসোসিয়েশনের পক্ষে ইস্পাত কঠিন দৃঢ়তা তৈরির জন্য শপথ গ্রহণের আহবান জানান।

বক্তারা সম্প্রতি ব্যাংকের স্থিতিশীলতার বিরুদ্ধে সক্রিয় ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে হুসিয়ারি উচ্চারণ করেনএবং সদাশয় বোর্ড ও ব্যাংক ব্যবস্থাপনাকে তাঁদের বিষয়ে সাবধান থাকার সবিনয় আবেদন জানান। অনুষ্ঠানে উপস্থিত রাকাবের ২২ টি জোনের নেতৃবৃন্দসহ বক্তব্য প্রদান করেন জোনাল ব্যবস্থাপক আসাদুজ্জামান, সাখওয়াত হোসেন, জোনাল ব্যবস্থাপক ও যুগ্ম আহবায়ক রুহুল আমীন, জোনাল ব্যবস্থাপক জনাব আনিসুর রহমান, বেল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক নাজিবুর রহমান, যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক আবুল কালাম,যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক জাকির হোসেন, প্রধান কার্যালয় ইউনিটের আহবায়ক ও উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান এবং উপমহাব্যবস্থাপক ও কেন্দ্রীয় আহবায়ক মো: জিয়াউদ্দিন আকবর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য সচিব ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক শাহিনুর রহমান ও মুখ্য কর্মকর্তা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

আরো দেখুনঃ