রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর মাংগো রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে শনিবার আয়োজিত এ সমাবেশে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্তরের প্রায় সহস্রাধিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহবায়ক মোঃ জিয়াউদ্দিন আকবর।
প্রথমেই পায়রা ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত শেষে মুক্তিযুদ্ধে ও ২৪ গণঅভ্যুত্থানে শহিদ, মাইলস্টোন দূর্ঘটনায় নিহত এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মৃত্যুবরণকারী কর্মকর্তা/কর্মচারির স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়।
আহবায়কসহ অনান্য নেতৃবৃন্দ উত্তরআঞ্চলের প্রাণের প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে এসোসিয়েশনের পক্ষে ইস্পাত কঠিন দৃঢ়তা তৈরির জন্য শপথ গ্রহণের আহবান জানান।
বক্তারা সম্প্রতি ব্যাংকের স্থিতিশীলতার বিরুদ্ধে সক্রিয় ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে হুসিয়ারি উচ্চারণ করেনএবং সদাশয় বোর্ড ও ব্যাংক ব্যবস্থাপনাকে তাঁদের বিষয়ে সাবধান থাকার সবিনয় আবেদন জানান। অনুষ্ঠানে উপস্থিত রাকাবের ২২ টি জোনের নেতৃবৃন্দসহ বক্তব্য প্রদান করেন জোনাল ব্যবস্থাপক আসাদুজ্জামান, সাখওয়াত হোসেন, জোনাল ব্যবস্থাপক ও যুগ্ম আহবায়ক রুহুল আমীন, জোনাল ব্যবস্থাপক জনাব আনিসুর রহমান, বেল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক নাজিবুর রহমান, যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক আবুল কালাম,যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক জাকির হোসেন, প্রধান কার্যালয় ইউনিটের আহবায়ক ও উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান এবং উপমহাব্যবস্থাপক ও কেন্দ্রীয় আহবায়ক মো: জিয়াউদ্দিন আকবর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য সচিব ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, যুগ্ম আহবায়ক ও উপমহাব্যবস্থাপক শাহিনুর রহমান ও মুখ্য কর্মকর্তা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।