দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রামানিক।
বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জাতীয় পার্টির একক প্রর্র্থী হিসাবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি দুলাল উদ্দিন, সহ- সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বাসুপাড়া ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল হান্নান, ঝিকরা ইউনিয়ন জাপার সভাপতি জালাল উদ্দিন, বাগমারা উপজেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব সোহেল রানা ও সদস্য মাসুদ রানা প্রমুখ।
এফআর/অননিউজ