রাজশাহী-৪ আসনে ডা. আব্দুল বারীর মনোনয়নপত্র দাখিল

আবু বাককার সুজন বাগমারা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর বারী সরদার। সোমবার বিকেলে তিনি নির্বাচনী আচরন বিধি মেনে ৫ জন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা আমীর মাওলানা আব্দুল খালেক, জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, জামায়াতের বাগমারা উপজেলা আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক ওহিদুল ইসলাম ও জামায়াতের সাবেক উপজেলা আমীর সিরাজ উদ্দিন।

মনোনয়নপত্র দাখিল শেষে ভবানীগঞ্জ ক্লিনিকে তার দলীয় কার্যালয়ে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন দলের মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ডা. আব্দুল বারী বলেন, আমি নেতা হতে চাই না। জনগণের সেবক হতে চাই। জনসেবার মাধ্যমেই আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, আমি এমপি নির্বাচিত হলে বিনা অপরাধে কাউকে হয়রানী করা হবে না। সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে। মানুষ নির্ভয়ে রাস্তা-ঘাটে ও হাটে-বাজারে চলাফেরা করতে পারবে। শান্তিতে রাতে ঘুমাতে পারবে।

তিনি বলেন, বিগত দিনে বিভিন্ন দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু বাগমারার উন্নয়নে তারা কোন কাজ করেননি। এ কারণে আজও বাগমারা অবহেলতি রয়েছে। আর অবহেলি এই বাগমারার সমস্ত রাস্তা-ঘাট, শিক্ষা ও কৃষির উন্নয়ন করে এই উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলায় রুপান্তর করা হবে।

আরো দেখুনঃ