দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসনে (বাগমারায়) প্রতীক পাওয়ার পর সোববার বিকেলে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের কাঁচি মার্কাকে বিজয়ী করতে হাজার হাজার নারী-পুরুষ মিছিল করেছেন।
মিছিলটি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে আয়োজিত সভায় মিলিত হয়। সভায় বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তার কাঁচি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান, মাড়িয়া ইউপির চেয়ারম্যান রেজাউল হক, কাচারী কোয়ালীপাড়া ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক, যোগীপাড়া ইউপির চেয়ারম্যান মাজদুর রহমান সোহাগ, ঝিকরা ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল হামিদ ফৌজদার, দ্বীপপুর ইউপির সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মতিউর রহমান মিলন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম ও কাউন্সিলর হাচেন আলী প্রমূখ।
এফআর/অননিউজ