দন্ডিত খালেদার পাল্লায় গণতন্ত্রকে না মাপতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন, তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু । দন্ডিত আসামী, রাজাকার, জঙ্গী সন্ত্রাসীদের সাথে নিয়ে গণতন্ত্রের বলি শোভা পায় না বলেও জানান তিনি।
আজ বুধবার কুষ্টিয়া মিরপুর উপজেলার প্রায় এক কোটি টাকা ব্যায়ে মীর আব্দুল করিম কলেজের নব নির্বাচিত নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব বলেন।এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, আহম্মদ অঅলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
রাজাকার, জঙ্গী, জামাতকে বাদ দিয়ে বিএনপিকে পরিষ্কার রাজনীতিতে আসার আহবান জানান হাসানুল হক ইনু।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ২৪।।