রানীনগরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
নওগাঁর রাণীনগরে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রায় ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৫জুন) সকালে রাণীনগর রেল স্টেশন প্লাট ফরমের উত্তর দিকে এঘটনা ঘটে। এঘটনায় রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন বলেন, সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী-চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করছিল। এসময় স্টেশনের কাছেই উত্তর পাশে অজ্ঞাতনামা ওই ব্যাক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। সংবাদ পেয়েই সান্তাহার জিআরপি থানারপুলিশ ঘটনাস্থল থেকে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এসকেডি/অননিউজ