এবার সময়ের সাথে সাথে রাফায় আরও আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েলি সেনারা। গতকাল বৃহস্পতিবারের (৩০ মে) পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাফায়জুড়ে ইসরায়েলের তাণ্ডবে প্রাণ গেছে অন্তত ২১ ফিলিস্তিনির। খবর আল জাজিরার।
এদিকে, হামলা অব্যাহত আছে উত্তর গাজাসহ উপত্যকার অন্যান্য অংশেও। বুরেজি ক্যাম্পে একদিনেই দু’দফা হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে নারী ও শিশুসহ ১১ জনের। নারকীয় এসব হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
উল্লেখ্য, প্রায় আট মাসের আগ্রাসনে গাজাজুড়ে প্রাণ গেছে ৩৬ হাজার দুশো’র বেশি ফিলিস্তিনির। আহত আরও ৮১ হাজার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১০ হাজারের বেশি মানুষ।
সূত্রঃবিডি২৪রিপোর্ট
একে/অননিউজ24