রামচন্দ্রপুরে ৮ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
মো. সাজ্জাদ হোসেন, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট থেকে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাজার পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে রামচন্দ্রপুর বাজারে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জীবন মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল হাসেম হাসু।
আওয়ামীলীগ নেতা নাজমুল হক নাজিম ও জসিম উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজুল ইসলাম চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহেদুল আলম সাহেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা ওলামালীগ নেতা আবু বকর।
উল্লেখ্য, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট থেকে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাজার পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। বহু প্রতিক্ষিত এ রাস্তার কাজ উদ্বোধন হওয়ায় এলাকাবাসী এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুনকে সাধুবাদ জানায়।